বিধায়কের বাড়ির সামনে চাকুরী প্রার্থীদের বিক্ষোভ বাঁকুড়ার বিষ্ণুপুরে

3rd July 2020 4:34 pm বাঁকুড়া
বিধায়কের বাড়ির সামনে চাকুরী প্রার্থীদের বিক্ষোভ  বাঁকুড়ার বিষ্ণুপুরে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  জেলা জুড়ে বিক্ষোভ আঁঁচ যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না । এবার বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্যের বাড়ির গেটের সামনে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি মেরিট লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা । শুক্রবার বিধায়ক এর বাড়ির  গেটের সামনে বিষ্ণুপুরের প্রায় ৭০ জন চাকুরিপ্রার্থী এই বিক্ষোভে সামিল হন । তাদের দাবি অবিলম্বে আপার প্রাইমারি মেরিট লিস্টে যে সমস্ত চাকরিপ্রার্থীরা রয়েছেন তাদের নিয়োগ করতে হবে । কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা বিধায়কের হাতে তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন । 

দশরথ রায় নামের এক আপার প্রাইমারি চাকরি প্রার্থী বলেন ,  ২০১৪ সালের ফর্ম ফিলাপ হয় কিন্তু এখনও তাদের নিয়োগ করা হয়নি । অতিদ্রুত সরকারের কাছে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানান তারা । দ্রতু নিয়োগ না হলে আগামী দিনে কলকাতার রাজপথে অনশনের হুঁশিয়ারিও দেয়া হয় । 

বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য্য বলেন , চাকরিপ্রার্থীদের যে দাবি রয়েছে তা ন্যায্য দাবি ।  আমি সর্বদাই তাদের পাশে রয়েছি এবং সব রকম ভাবে তাদের সহযোগিতার চেষ্টা করব ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।